এসময় তিনি পাঁচজন কর্মকর্তা হিসাবে কাজী ইসলাম, আলী ইমরান, উত্তম ঘোষ,সৈয়দ হাসান এবং সৈয়দ আলমের নাম ঘোষনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফার্মারস্ ইন্স্যুরেন্সের ডিষ্টিক্ট ম্যানেজার স্যাম কনসোফাজিও, এজেন্ট স্পেশালিষ্ট চার্লস ফক্স, ষ্টেট সিনেটর ভিন্স পলিস্তিনা,এসেম্বলীম্যন ডন গার্ডিয়ান, এগহারবার টাউনশীপের মেয়র পল হার্ডসন, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান এমডি ওমর, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া এবং আগামী আটই নভেম্বরের নির্বাচনে কাউন্টি কমিশনার পদপ্রার্থী হাবিবুর রহমান।
এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল,রিয়াজ রাজপুত,সৈয়দ মোঃ কাউসার,আজিজুল ইসলাম ফেরদৌস,জাকিরুল ইসলাম খোকা,সোহেল আহমেদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সৈয়দ রামীম এজেন্সির আগামীদিনের পথচলা যাতে মসৃণ হয় এবং সুনামের সাথে বীমা পরিসেবা দিতে পারে তার ওপর জোর দেন। এছাড়া বক্তারা উন্নত গ্রাহক সেবা প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন।
এজেন্সীর স্বত্ত্বাধীকারি সৈয়দ রামীমের নির্দেশনায় কাজী লিটন উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।