আজও ব্যর্থ লোকেশ রাহুল। ফিরেছেন মাত্র ৯ রানে। তবে আরেক ওপেনার অধিনায়ক রোহিত শর্মা পেয়েছেন রানের দেখা, ক্যারিয়ারের ২৮তম অর্ধশতক তুলে আউট হওয়ার আগে খেলেছেন ৩৯ বলে ৫৩ রানের ইনিংস। যদিও রোহিত সুলভ নয়, তবুও অফ ফর্ম কাটিয়ে উঠতে তাকে আত্মবিশ্বাসী করে তুলবে এই ইনিংস।
রোহিত ফেরার আগে অবশ্য বিরাট কোহলিকে নিয়ে ৫৬ বলে ৭৩ রানের জুটি গড়ে তোলেন। দলের রান তখন ১২ ওভারে ৮৪। রোহিত মাঠে থাকাকালে সাবধানী ব্যাটিংই করছিলেন বিরাট কোহলি। তবে রোহিত ফেরার পর ধীরে ধীরে হাত খুলতে থাকেন তিনি, একটা সময় হয়ে উঠেন আগ্রাসী। ৩০ বলে ৩২ রান থেকে ৩৭ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।
অপর প্রান্ত থেকে তখন সূর্যের উত্তাপ দেখতে শুরু করেছে ক্রিকেট বিশ্ব। ইনিংসের শেষ ছক্কা মেরে মাত্র ২৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার। বিরাট কোহলি করেন ৪৪ বলে অপরাজিত ৬২ রান। দু’জনের ৪৮ বলে হার না মানা ৯৫ রানের জুটিতে ১৭৯ রানের সংগ্রহ পায় ভারত। জয়ের জন্য তাই নেদারল্যান্ডসের প্রয়োজন ২০ ওভারে ১৮০ রান।
এর আগে সিডনিতে দিনের দ্বিতীয় ম্যাচে পরাক্রমশালী ভারতের মুখোমুখি হয় নেদারল্যান্ডস। সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে উভয় দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতীয় একাদশে পরিবর্তনের গুঞ্জন থাকলেও পুরো শক্তি নিয়েই মাঠে নেমেছে টিম ইন্ডিয়া।