বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে বাংলাদেশের। এবার দেশে ফেরার পালা। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে প্রায় মাস দেড়েক পর আজ দেশে ফিরবে টাইগাররা।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে সিঙ্গাপুর যাবেন ক্রিকেটাররা। সেখান থেকে পাঁচ ঘণ্টা ট্রানজিট শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ১০টায় দেশের মাটিতে পা রাখবেন টাইগাররা।
তবে দলের সাথে দেশে ফিরছেন না তিন ক্রিকেটার অধিনায়ক সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও নুরুল হাসান সোহান। সাকিব সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যাবেন পরিবারের কাছে। আর নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজ পরিবার নিয়ে কিছুদিন সময় কাঁটাবেন অস্ট্রেলিয়াতে।
এই বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে ছয় দলের মাঝে পঞ্চম হয়ে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় হারের ক্ষত আর সেমিফাইনালে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থতার স্মৃতি নিয়ে আজ দেশে ফিরছে ক্রিকেটাররা।