টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার লড়াইয়ে রোববার পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এই হারের পেছনে অনেকে সাকিব আল হাসানকে আম্পায়ারের ভুল আউট দেয়াকে কারণ হিসেবে দেখানোর চেষ্টা করলেও, কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলছেন দায় বাংলাদেশেরই। শুধু দায় দিয়েই বসে থাকেনি, কোথায় এবং কেন তা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক ডাক্তারে শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি।
পাকিস্তানের স্পোর্টস চ্যানেল এ স্পোর্টসের এক আলোচনায় ওয়াসিম আকরাম এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ দলকে তাদের নিজেদেরই দায় নিতে হবে, তাদের নেয়াও উচিত। যদি আমি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তবে আমি দলের সবাইকে মনোবিদ দেখানো নিশ্চিত করতাম।’
দাবির স্বপক্ষে ওয়াসিম আকরাম নাজমুল হোসেন শান্তের উদাহরণ টেনে বলেন, ‘শান্ত একসময় ৫৪ রানে ব্যাট করছিল। তখন দলের অবস্থা ভালো ছিল। আমি ভাবছিলাম, তারা সিঙ্গেল নিয়ে খেললেও ১৬০ করে ফেলবে। কিন্তু শান্ত তখনই ইফতিখারকে উইকেট ছেড়ে বেরিয়ে আজব শট খেলতে গিয়ে বোল্ড হলো। তখন যদি সে সিঙ্গেল নিতে থাকতো তাহলে দলের স্কোর ১৫৫ আরামে হয়ে যেত। তবে এরপর আর কেউ টেকেইনি।’
বাংলাদেশ দলের ক্রিকেটারদের মানসিকতা ও তাদের ভুল বোলারকে ভুল শট খেলার পরিকল্পনা নিয়েও কথা বলেন ওয়াসিম।
শাহীন শাহ আফ্রিদি ভালো বল করছে দেখার পরও তাকে লক্ষ্য করেই আক্রমণ করার সমালোচনা করে সুইং সুলতান বলেন, ‘দলের মূল বোলারের বিপক্ষে আপনি তখন শট খেলবেন না, সেই ওভারে স্ট্রাইক রোটেট করবেন। তবে তারা ঠিক করলো আমাদের মারতে হবে, শাহীন শাহ আফ্রিদিকেই মারতে হবে। আর কাউকেই মারবো না!’