বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ফাইনালে উঠার লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। বাংলাদেশ সময় দুপুর ২টায় অ্যাডিলেড ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই মাঠে নামবে দুই দল। যেকোনো সময় আঘাত আনতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, অ্যাডিলেডে বৃষ্টির আশঙ্কা আছে আজ ৪০ শতাংশ।
ভারতের একাদশে নেই কোনো পরিবর্তন। তবে বড় লড়াইয়ে ধাক্কা খেয়েছে ইইংল্যান্ড। ইনজুরির কারণে সেমিফাইনালে খেলা হচ্ছে না মার্ক উড ও ডেভিড মালানের। তাদের বদলে একাদশে ফিরেছেন ফিলিপ সল্ট ও ক্রিস জর্ডান।
ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিশভ পান্ত, রবিচন্দ্রন আশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।
ইংল্যান্ড একাদশ : জশ বাটলার, এলেক্স হেলস, ফিলিপ সল্ট, হ্যারি ব্রক, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।