বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) আল আমিন (৩৫) নামের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক সদস্য আবু তাহের।
শুক্রবার রাত ১০টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা এনএসআই বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে কলাপাড়া থেকে বরগুনা যাচ্ছিলেন এনএসআই কর্মকর্তা আল আমিন ও মাঠকর্মী আবু তাহের। তারা আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই নিহত হন এনএসআই কর্মকর্তা আল আমিন। এ সময় তার সাথে থাকা মাঠকর্মী তাহের গুরুতর আহত হন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার তাদের পক্ষ থেকে অভিযোগ দেয়ার কথা রয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।