টি-২০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ আগামীকাল। মেলবোর্নে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। অনেকটা নাটকীয়ভাবেই ফাইনালে পৌঁছালেও বেশ ফুরফুরে পাকিস্তান দল। প্রতিটি খেলোয়াড় আছে আত্মবিশ্বাসের তুঙ্গে, সবাই শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। আজ শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও বাবর আজমের কণ্ঠে ছিল সেই দৃঢ়তা।
এদিকে ফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড হওয়ায় তিন দশক আগের স্মৃতিও হাতছানি দিচ্ছে বাবর আজমদের সামনে। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান বাবর। বললেন ফাইনাল জিততে নিজেদের শতভাগ উজাড় করে দিতে চায় তার দল।
বাবর বলেন, ১৯৯২ বিশ্বকাপের স্মৃতি তো সাথে আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব। এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন ঐতিহাসিক একটা মাঠে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)। ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।’
প্রথম দুই ম্যাচে হেরেও নাটকীয়ভাবে ফাইনালে পৌঁছে পাকিস্তান। দলের এভাবে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে বাবর আজ মুখ খুলেন। বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারের মাশুল দিতে হয়েছে। কিন্তু শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা দুর্দান্ত। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও তা ধরে রাখার চেষ্টা করব।’