বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান আইনজীবীকে ‘কুপিয়ে হত্যা করল’ ইসকন সদস্যরা অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা

নিউইয়র্কের ব্রঙ্কসে যুবলীগের পঞ্চাশ বছর পুর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের বর্নাঢ্য আয়োজন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১২০ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পঞ্চাশ বছর পুর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে নিউইয়র্কের ব্রঙ্কসে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মাননা প্রদান সহ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ ও নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাদিকুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি সৈয়দ বসারত আলী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. প্রদীপ রঞ্জন কর ও তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনসুর খান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন, মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আবদুল মুহিত।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন নিউইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সুয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক হেলিম উদ্দীন, যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম নেতা নুরুল ইসলাম, জামাল আহমেদ, মনির উদ্দিন, শাহিন কামালী, মহানগর যুবলীগের সহ সভাপতি মামুন হোসেন, রিটন সরকার, শিপু চৌধুরী, লায়েক উদ্দীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী নিরু পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম, সামাজিক সংগঠক কাজী রবিউজ্জামান এবং পরিবহন মালিক সমিতি নেতা হোসেন আহমেদ মজুমদার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শোহান আহমেদ, স্বপন পাটোয়ারী, খোরশেদ আলম, ফজর আলী, শফিকুর রহমান, শামিম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি সেন্টারের সিইও বিলাল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বাংলাদেশের আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে একযোগে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে অতিথিদের সাথে নিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, কৃষনা তিথি সহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত দর্শকরা তা প্রাণভরে উপভোগ করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com