ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৬ নভেম্বর) নিউইয়র্কের লাগোর্ডিয়া প্লাজা হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠান পালন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশের প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী, সেক্রেটারী জেনারেল মোল্লা মো. আবু কায়সার, শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারী প্রফেসর ড. মো. নিযামুল হক ভূঁইয়া, হার্ভার্ড ইউনিভার্সির্টির প্রফেসর ড. আব্দুল্লাহ্ আল শিবলী, ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের প্রফেসর ড. মোস্তফা সারোয়ার, বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম, টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিনের প্রফেসর ড. এম নাসির উদ্দিন।
অনুষ্ঠানের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ। পরিষদের আহ্বায়ক সায়েদা আক্তার লিলি এবং সদস্য সচিব গাজী সামছুদ্দীন। সহ-আহ্বায়ক মোহাম্মদ হোসেন খান, মো. তাজুল ইসলাম, এ কে আজাদ তালুকদার, স্বপন বড়ুয়া, মো. জসিম উদ্দিন, মাসুম এম মহসীন, হাজরাল আলী, আর্থার আজাদ, পারেশ শর্মা ও ব্যারিস্টার কামরুল হাফিজ আহমেদ। যুগ্ম সচিব এম এস আলম, গোলাম মোস্তফা ও বিশ্বজিৎ চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মোল্লা মনিরুজ্জামান, প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক এর প্রথম নির্বাচিত সভাপতি ডা. চৌধুরী এস হাসান, রিয়েল এস্টেট ইনভেস্টর মো. খলিলুর রহমান ও মো: আনোয়ার হোসেন, প্রধান পরামর্শদাতা (আন্তর্জাতিক) সাঈদুর রব, প্রধান পরামর্শদাতা (ইউএসএ) গোলাম মওলা মানিক, প্রধান উপদেষ্টা ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান, উপদেষ্টা ড. নুরুন নবী, ড. মহসীন পাটওয়ারী, ড. আব্দুল্লাহ, আতিকুর রহমান সালু, নিজাম চৌধুরী, এডভোকেট মুজিবর রহমান, আলী ইমাম সিকদার, হেলালুর করিম, গোলাম মোস্তফা, খোরশেদ চৌধুরী, তৈবুর রহমান হারুন, ফখরুল আলম, সাইফুদ্দীন আহমেদ, এর্টর্নী অশোক কর্মকার ও মো. ইসমাইল রায়হান।
এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বের চেয়ারম্যানরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মোর্শেদ আলম, মূলধারায় মাফ মিসবাহ উদ্দীন, অর্থনীতিতে হানিফ মজুমদার, সংস্কৃতিতে মো. গোলাম মোস্তফা, মিডিয়ায় (প্রিন্ট ও ইলেকট্রনিক্স) মো. তাজুল ইসলাম, প্রচারণায় লিয়াকত আলী, ওয়েবসাইট ও রেজিষ্ট্রেশনে রুহুল আমীন সরকার, কমিউনিটি বিজনেসে এম এস আলম, রিসিপশনে এ. কে আজাদ তালুকদার, স্বেচ্ছাসেবকে মো. আব্দুস সালাম, আইনশৃঙ্খলায় সৈয়দ এনায়েত আলী, যানবাহনে মো. ইউসুফ আলী, হোটেলে থাকার ব্যবস্থাায় মো. মহিউদ্দিন দেওয়ান, ব্যবস্থাাপনায় জহিরুল হক, ফটোগ্রাফিতে মোহাম্মদ শহীদুল্লাহ্, আইটি ও সোস্যাল নেটওয়ার্কে সাইফুল ইসলাম খান, অতিথি রেজিষ্ট্রেশনে মো. আজাহার আলী খান, নিউইয়র্ক কমিউনিটি সমন্বয়কারী এ্যানি ফেরদৌস, স্বাস্থ্যা সেবায় ড. কাজী এম এনাম, ষ্টেজ, লাইট ও সাউন্ডে সামছুন্নাহার নুপুর চৌধুরী, ভেন্যু ডেকোরেশন মো. হাসান রোকন, পাবলিক রিলেশন ও কমিউনিকেশনে সাইফুল ইসলাম ভূঁইয়া, ভিডিওগ্রাফীতে পিনাকী তালুকদার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন রথীন্দ্র নাথ রায়, ফেরদৌস আরা, চন্দন চৌধুরী, শশি, তামি জাকারিয়া। এছাড়াও বিপা, চন্দ্র ব্যানার্জী ড্যান্স গ্রুপ ও আড্ডা ড্যান্স একাডেমির সদস্যরা নৃত্য পরিবেশন করবে।
অনুষ্ঠানটির স্পনসরশীপ করেছেন এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুল এইচ খান এমডি, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ নেওয়াজ, আসিফ বারী টুটুল, আব্দুল কাদের মিয়া, ও আহসান হাবীব।