কাতার বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। যদিও আর্জেন্টিনা অধিনায়কের চোট গুরুতর নয় বলেই জানা যায়। হালকা বিশ্রামেই সেরে ওঠেন পিএসজি সুপারস্টার। মূলত বিশ্বকাপের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চাননি ফরাসি ক্লাবটির ডাচ কোচ ক্রিস্টোফ গালতিয়ের।
বিশ্বকাপে অংশ নিতে আর্জেন্টিনা দল এখন কাতারে। সেখানে দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। শনিবার একাকী অনুশীলন করতে দেখা যায় তাকে। অমনি শুরু হয়ে গেল জল্পনা। মেসি চোটে পড়েননি তো? আর্জেন্টিনা ভক্তদের ভয় পাওয়াটাই স্বাভাবিক। স্বস্তির খবর হচ্ছে- মেসিকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
এবারের বিশ্বকাপে তুলনামূলক ‘সহজ’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে তাদের প্রথম ম্যাচ মধ্যপ্রাচ্যের দল সৌদি আরবের সঙ্গে। গ্রুপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড ও উত্তর আমেরিকান জায়ান্ট মেক্সিকো। গ্রুপ তো বটেই, এই টুর্নামেন্টেই ফেভারিট আর্জেন্টিনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত আছে তারা।