শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৭৭ বার

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখান থেকে সড়ক পথে তিনি বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২-এর উদ্বোধন করেছেন।

বুধবার সকাল ১০টায় তিনি কক্সবাজার পৌঁছেছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো কক্সবাজার সৈকতে বর্ণাঢ্য এই আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়ার আয়োজন করে। মহড়াতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারতসহ বিশ্বের ২৮টি দেশ। আইএফআর-২০২২-এর প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’।

নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়াতে ২৮টি দেশ অংশ নিচ্ছে। মহড়ায় থাকছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়া ও বাংলাদেশের ৪৩টি যুদ্ধজাহাজ, দুটি বিএন এমপিএ ও চারটি বিএন হেলিকপ্টার।

এছাড়া বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী দলীয় জনসভায় ২৮টি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং নতুন কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এর আগে ২০১৭ সালের ৬ মে একই ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের দলীয় জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন কক্সবাজারের উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে জেলায় রেললাইন, আন্তর্জাতিক বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল, বিশেষ পর্যটন পল্লিসহ ৪০টির বেশি সাড়ে তিন লাখ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com