নির্বাচনে হেরে যাওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসনারো। তিনি শুক্রবার বলেছেন, এটি আমার আত্মাকে আঘাত করেছে। গত ৩০ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে খুব সামান্য ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর থেকে একেবারে নিশ্চুপ ছিলেন বলসনারো। তাকে প্রকাশ্যে মাত্র একবার দেখা গেছে।
বলসনারো বলেন, ‘বস্তুত গত ৪০ দিন ধরে আমি নীরব ছিলাম। এটি আমাকে আঘাত করেছে, আমার আত্মাকে আঘাত করেছে। আমি সবসময়ই তোমাদের মাঝে সুখী লোক ছিলাম, এমনকি লোকজনের মাঝে ছিলাম জীবনের ঝুঁকি নিয়েও।’
উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি পর্যন্ত বলসনারো দেশটির প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন।