সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ১১ ডিসেম্বর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ বার

শো টাইম মিউজিক এর আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৫ম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন এর আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় রবিবার (১১ ডিসেম্বর) জ্যামাইকার পিএস ১৩১ এ দুপুর ১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
অনুষ্ঠানে লেখকের ভাবনায় হুমায়ূন আহমেদ এই প্রতিপাদ্য বিষয়ের ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়া অনুষ্ঠানে থাকছে সেমিনার, স্মৃতিচারণ, নাটক, চলচিত্র প্রদর্শন, চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও নতুন প্রজন্মের চিত্রাংকন প্রতিযোগিতা।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ রচিত বইয়ের স্টলসহ রকমারী স্টলও থাকবে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এস আই টুটুল, সেলিম চৌধুরী, রানু নেওয়াজ, চন্দন চৌধুরী, প্রমী তাজ, সেলিম ইব্রাহিম, অনিক রাজ, মোহা।

এছাড়াও অনুষ্ঠানে নৃত্যাঞ্জলি ড্যান্স গ্রপের পরিবেশনায় নৃত্য পরিবেশন করা হবে।

অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আহ্বায়ক মিশুক সেলিম, সদস্য সচিব মনজুর কাদের ও সমন্বয়কারী আলমগীর খান আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com