সারা আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব। বাড়ি-ঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নতুন সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্হা।তার ঢেউ এসে লেগেছে অতলান্তিক মহাসাগরের তীরবর্তী সৈকত শহর আটলান্টিক সিটিতেও, সারা পৃথিবীতে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।
আটলান্টিক সিটিতে গত দশ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হলো ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’। ওইদিন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নেতৃত্বে ইন্ডিয়ানা এভিনিউ থেকে দুপুর বারোটায় এই প্যারেড শুরু হয় এবং সেন্টার সিটি পার্কে এসে শেষ হয়।
প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে, শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উৎসুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যেমে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে।
প্যারেডে অংশগ্রহনকারী সান্তাক্লজকে কাছে পেয়ে শিশু- কিশোররা আনন্দে মেতে ওঠে।
আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল।আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে তা নতুন মাত্রা যোগ করেছিল।