রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার সকাল ১০টা ১২ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসকর্মীরা।
ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বিমানবন্দরের ৩ নম্বর গেটে একটি ট্যাংক লরিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।