বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হোক আগামী প্রজন্ম’ এ স্লোগানে নিউইয়র্কে ব্রঙ্কসের বারী হোম কেয়ার পার্টি হলে এদিন সন্ধ্যা থেকে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা, স্মৃতিচারণ, আলোচনা সভা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তোফায়েল চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ গোপ। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এবং পৃষ্ঠপোষক অধ্যক্ষ ছানাউল্লা ও রেজা আবদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের ফার্ষ্ট সেক্রেটারী প্রসুন কুমার চক্রবর্তী, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফরাসত আলী, ডা. ইনামুল হক, এমডি, কাদেরিয়া বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের পৃষ্ঠপোষক তোফায়েল চৌধুরী, পৃষ্ঠপোষক আবদুর রহিম বাদশাহ, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ফরিদা ইয়াসমিন, পৃষ্ঠপোষক ও সমন্বয়কারী মিয়া মোহাম্মদ দাউদ, পৃষ্ঠপোষক মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, কমিউনিটি এক্টিভিস্ট সাইদুর রহমান লিংকন, আবদুল মুহিত, শেখ জামাল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা সন্তান কাজী রবিউজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান জামাল উদ্দিন আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট পল্লব সরকার, সরাফত আলী পাটোয়ারী (স্বপন মাষ্টার) প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ছাড়াও নিউইয়র্কের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
৫২তম বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের পক্ষ থেকে ‘দুর্জয়’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন ন্যান্সী খান, শারমিন তানিয়া, আনোয়ার হোসেন প্রমুখ। অসাধারণ নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের মায়া এঞ্জেলিকা। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এজন্য জাতি তাদের আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ এবং পৃষ্ঠপোষক ও সমন্বয়কারী মিয়া মোহাম্মদ দাউদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। নানাভাবে সহযোগিতাকারীদের প্রতিও জ্ঞাপন করেন বিশেষ কৃতজ্ঞতা।