প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ওজনপার্কের মদিনা পার্টি হলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা। বক্তব্য রাখেন সেক্রেটারী নাজমুল হক মাহবুব, উপদেষ্টা বুরহান উদ্দীন কপিল, আব্দুল মতিন, কাতার জালালাবাদ এসোসিয়শনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সমিতির সাবেক উপদেষ্টা শফিক উদ্দীন, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, নুরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়শনের সদস্য হেলিম উদ্দীন, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, বিয়ানীবাজার সমিতির সাহিত্য সম্পাদক মোস্তফা অনীক রাজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের রপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সাংস্কৃতিক পর্বে শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাউল কালা মিয়া, রানো নেওয়াজ ও মোস্তফা অনীক রাজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র কর্মকর্তারা। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন। সভাপতি আব্দুল মান্নান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।