সাকিব আল হাসানের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এই জুটি দলে ৪৮ রান যোগ করে। কিন্তু তাদের ভাঙন ধরান জয়দেব উনাদকাত। মুশফিককে ২৬ রানে সাজঘরে ফেরান তিনি। এখন মুমিনুল আছেন ৪২ রানে। তার সাথে এখন জুটি বেধেছেন লিটন দাস। দলের সংগ্রহ ৪ উইকেটে ১৩১ রান।
এর আগে সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ৮৯ বলে ৩৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৪ বলের ব্যবধানে প্যাভিলিয়নে ফিরেন শান্ত ও জাকির।
দলীয় ৩৯ রানে জাকির আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৫তম ওভারের পঞ্চম বলে ১৫ রান করা জাকির শিকার হন ভারতীয় পেসার জয়দেব উনাদকতের। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগ ২৪ রানে শান্ত এলবিডব্লিউর শিকার হন স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের।
৩৯ রানে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৭৬ বলে অবিচ্ছিন্ন ৪৩ রান তুলে প্রথম সেশন শেষ করেন মুমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান। ফিরেই উমেষ যাদবের বলে ১৬ রানে আউট হন সাকিব। ভারতের উনাদকাত সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ১৮৮ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।