শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

নিউইয়র্কে বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটির অভিষেক ও উপদেষ্টাদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ বার

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটির অভিষেক ও উপদেষ্টাদের সংবর্ধনা। ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জামাইকার স্টার কাবাব এন্ড চায়নিজ রেস্টুরেন্টে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং মুস্তাফা রাজ অনিক ও তামিম ইকবাল টিপুর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ ফয়ছল কবির। বিগত কমিটির সাধারণ তামিম ইকবাল টিপু স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য মাওঃ হাফিজ মোঃ আব্দুর নূর, বৈরাগীবাজার নিউজ ডটকমের উপদেষ্টা ইমদাদুল হক ইকবাল, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল লতিফ, উপদেষ্টা সদস্য নুরুল হক, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ কোষাধ্যক্ষ আব্দুল হান্নান লবি, সংবর্ধিত অতিথি হাজী সামছুল ইসলাম, উপদেষ্টা সদস্য এনাম আহমদ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক নাজমুল হক (মাহবুব), গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেসিডেন্ট সিইও, জেবিবিএ উপদেষ্টা শাহ নেওয়াজ, সংগঠনের বিদায়ী সভাপতি ফারুক আহমদ, নব গঠিত কমিটির সভাপতি মাসুক আহমদ ওহিদ আহমদ ও সম্পাদক শামীম আহমদ, সাবেক কোষাধ্যক্ষ সুহেল আহমদ।
নতুন কমিটির সদস্যরা হলেন : সভাপতি মাসুক আহমদ ওহিদ, সহ সভাপতি জমির হোসেন, সহ সভাপতি দুলাল হোসেন, সাধারন সম্পাদক শামিম আহমদ, সহ সাধারন সম্পাদক কামরুল হাসান মুন্না, কোষাধক্ষ ফয়ছল কবির, সহ কোষাধক্ষ জাকারিয়া আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহমদ, প্রচার সম্পাদক মোস্তফা অনিক রাজ, সহ প্রচার সম্পাদক- হারুন রশিদ, ক্রীড়া সম্পাদক খালেদ আহমদ, সহ ক্রীড়া সম্পাদক আল মুস্তাজাব, সমাজ কল্যাণ সম্পাদক নূরুজ্জামান, অফিস সম্পাদক কামরুল ইসলাম (ফয়ছল), সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসেন, ইভেন্ট কো অর্ডিনেটর জাবেদ আহমদ, সহ ইভেন্ট কোঅর্ডিনেটর রেজাউল আহমেদ। নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সভাপতি ফারুক আহমদ।
সংবর্ধিত উপদেষ্টা মন্ডলী : মোহাম্মদ সফিকুর রহমান, মোহাম্মদ আব্দুল মতিন, এনাম আহমদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ নুরুল হক, ইমদাদুল হক ইকবাল, নুর মোহাম্মদ, মুজিবুর রহমান, আব্দুল কদ্দুস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুরহান উদ্দিন কফিল, আহমদ এ হেকিম, সফিকুর রহমান, হাজী শামসুল হক, সিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম দেলওয়ার, আব্দুস সক্কুর, জুবেল আহমদ, বৈরাগীবাজার নিউজ ডটকমের বার্তা সম্পাদক হোসেন আহমদ, জুবেল আহমদ, ছাদিকুর রহমান, সুলতান আহমদ, সফিক আহমদ প্রমুখ।
বিদায়ী সভাপতি ফারুক আহমদ বলেন, বিগত দুই বছর আমরা সবার সহযোগিতায় আমাদের সংগঠন থেকে দেশে নানা কর্মকান্ড পরিচালনা করেছি বিশেষ করে করোনা কালীন অক্সিজেন সিলিন্ডার দিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীদের সহযোগীতা করেছি। নবগঠিত কমিটির প্রতি শুভ কামনা।
সভাপতি ওহিদ আহমদ বলেন, সবার সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিতে চাই। উপদেষ্টা মন্ডলীর পরামর্শনুযায়ী সংগঠনের মাধ্যমে নিউইয়র্কে কবর, বাড়ী কিনবো ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com