যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের ইনোক শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। বুধবার এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানায়, সল্টলেক সিটির প্রায় ২৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় আট হাজার মানুষের বসবাস ওই শহরটিতে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্রদের বিশেষ সুবিধা দেয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে পুলিশ কর্মকর্তারা লাশগুলো দেখতে পান।
স্থানীয় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিহত বা গোলাগুলির ব্যাপারে আশেপাশের পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি।
কর্মকর্তা জানান, ‘এই মুহূর্তে ওই ঘটনার জেরে জনসাধারণের জন্য কোনো হুমকি আছে বলে আমাদের মনে হচ্ছে না।’
তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তারা।
সিটি ম্যানেজার রব ডটসন বলেন, ‘এই ঘটনার উদ্দেশ্য কী, সে সম্পর্কে কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। এবং বাড়ির ভিতরে কী ঘটেছে সে সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সম্ভবত কয়েক দিন বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে।’