মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে শিক্ষায় তরুণীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা লিঙ্গ সমতার কেন্দ্রবিন্দু। নারী ও মেয়েদের বিশ্ব অর্থনীতিতে শেখার, উদ্ভাবন, প্রতিযোগিতা এবং সফল হওয়ার অধিকার রয়েছে।
বিশ্বব্যাপী নারী অর্থনীতি নিরাপত্তা কৌশলের মাধ্যমে এই ভিশনকে বাস্তবে রূপ দিতে কাজ করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটের অফিস অফ গ্লোবাল উইমেন ইস্যুস ক্যাট ফোটোভ্যাট ২১ থেকে ২২ জানুয়ারি চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) -এর দশম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ছাত্র ও শিক্ষকদের সাথেও সাক্ষাৎ করেন।
তার অফিস টুইটে বলেছে, ‘আপনারা যখন নারীদের শিক্ষিত করেন, তখন আপনারা শুধুমাত্র তাদের জীবনকে আরো ভালোর জন্য পরিবর্তন করেন না; তার প্রভাব অবিলম্বে তাদের পরিবার এবং সম্প্রদায়ে অনুভূত হয়।’
ফোটোভ্যাট এই বছরের এইউডব্লিউ কমেন্সমেন্ট কনফারেন্সে ‘অনুপ্রেরণাদায়ক’ নারী নেত্রীদের সাথেও কথা বলেছেন।
ঢাকায়, ফোটোভ্যাট সরকার ও সুশীল সমাজের সদস্যদের সাথে বাংলাদেশ ও এই অঞ্চলে নারী, শান্তি এবং নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য ২৩ জানুয়ারি যোগদান করবে।
তিনি বাল্যবিবাহ কমানোর জন্য ইউএস দূতাবাস ঢাকা এবং ব্র্যাকের মধ্যে অংশীদারিত্বে অ্যাডভান্সিং রিসোর্সেস প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের একটি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
এই কর্মসূচিটি বাংলাদেশের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১৪ থেকে ১৮ বছর বয়সী মেয়ে এবং তরুণীদের- বিশেষ করে যারা শিশু, বাল্যকালে এবং জোরপূর্বক বিয়ের ঝুঁকিতে রয়েছে- তাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করবে।
সূত্র : ইউএনবি