কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে পিটিয়ে মৃত্যুর ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার পুলিশ বাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ওই কৃষ্ণাঙ্গ রাস্তায় বসে প্রতিবাদ করার সময় পুলিশ বেদম পিটুনি দিলে তিনি ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ করছেন বলে মন্তব্য করেছেন।
নিহত টায়ারের শোকাহত পরিবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানালে বাইডেন সেখানে যোগ দিয়ে বলেন, বিচার বিভাগ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং রাজ্য কর্তৃপক্ষও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমি শান্তিপূর্ণ প্রতিবাদের ডাকে টায়ারের পরিবারের সাথে যোগ দিই।’
তিনি বলেন, ‘ক্ষোভ যুক্তিসঙ্গত, কিন্তু সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।’
সূত্র : বাসস