বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

খুলনায় ডাক্তারদের কর্ম-বিরতি : সময় বেড়েছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১০০ বার

খুলনায় ডা: শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কর্ম-বিরতি অব্যাহত রেখেছে চিকিৎকরা।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টায় কর্ম-বিরতি শেষ হওয়ার কথা থাকলেও হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখা।

বৃহস্পতিবার সকালেও হাসপাতালে যায়নি কোনো ডাক্তার। দুর্ভোগে পড়েছে হাসপাতাল ও ক্লিনিকের রোগীরা।

মঙ্গলবার ঘোষণা করা ২৪ ঘণ্টার কর্ম-বিরতি শেষ হওয়া আগেই বুধবার রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হামলায় জড়িত ব্যক্তিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্ম-বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

বিএমএ খুলনা জেলা সভাপতি ডা: শেখ বাহারুল আলম বলেন, আসামি গ্রেফতার হওয়া না পর্যন্ত চিকিৎসকদের কর্ম-বিরতি চলবে। বৃহস্পতিবার বেলা ১১টায় শেখ আবু নাসের হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, খুলনা শেখ আবু নাসের হাসপাতালের ডা: নিশাত আবদুল্লাহ নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে হামলার শিকার হন। এর প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ডাক্তাররা কর্ম-বিরতি শুরু করে। এতে সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। ভর্তি রোগীরাও সেবা পাচ্ছেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com