শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

নিউইয়র্কে ‘জয় বাংলা জয় বাংলাদেশ’ গ্রন্থের মূল্যায়ন সভায় বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৬৬ বার

বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বলেছেন,২০২৩ সালে বাংলাদেশ পাল্টে যাবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা একটা যুদ্ধে আছি। বিজয়ের দিকেই এগুচ্ছি। এ যুদ্ধ খোলা চোখে দেখা যাবে না। তবে এটা স্বপ্ন নয়। ফলাফল সহসাই দেখবেন। বাংলাদেশ আবার হাসবে। আমার অভিঙ্গতা থেকেই এ কথা বলছি। রাতে ভিক্ষা করে দিনের বেলায় বড়বড় কথা বলার দিন শেষ হয়ে এসেছে। এই রাজনৈতিক ফটকাবাজির দিন শেষ।

আমেরিকার পাশের দেশ কিউবার উদাহরন টেনে জাফর মাহমুদ বলেন, সেটাকে বদলাতে হাজার মানুষের প্রয়োজন হয় নাই। সমাজ পরিবর্তন করতে গেলে, বিপ্লব করতে গেলে হাজার হাজার জন লাগে না। আপনারা তা ২০২৩ সালেই দেখবেন। আমরাই হবো উইনার ফোর্স। আমরা জিতবই। শনিবার ১৮ মার্চ নিজের লেখা আর্টিকেলের সংকলন ‘জয় বাংলা জয় বাংলাদেশ’ গ্রন্থের মূল্যায়ন সভায় তিনি এসব কথা বলছিলেন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ জুইস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে কুরআন থেকে তেলোয়াত করেন জ্যাকসন হাইটসের খতিব মাওলানা আব্দুস সাদিক।
সভায় বক্তারা বাংলাদেশে জাতীয় ঐক্য গড়তে জয় বাংলাদেশ শ্লোগানে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, রাজনৈতিক মতদ্বৈততা দূর করতে এই শ্লোগানই হবে আগামীতে রাজনৈতিক ঐক্যের ভিত্তি। সাংবাদিক আদিত্য শাহিনের উপস্থাপনায় ও সাঈদ এম আলমের ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন সাংবাদিক মাঈনুদ্দিন নাসের, টাইম টিভি’র আবু তাহের,সিনিয়র সাংবাদিক সাঈদ তারেক, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা.ওয়াজেদ এ খান, প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক আবু সাঈদ, টিবিএন ২৪’র এ এফ এম জামান, আইনজীবি শেখ আখতারুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আবু তালেব চান্দু, সারওয়ার চৌধুরী সিপিএ ও ড. আবুল কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক এবং নিউজ২৪ইউএসএ.কম’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, হক কথার সম্পাদক এবিএম সালাহউদ্দীন, ভোরের কাগজের বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ, আই অন টিভি’র রিমন ইসলাম, চ্যানেল টিটি’র সিইও শিবলী চৌধুরী কায়েস, বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম, নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম, ফটো সাংবাদিক তুষার পিক ও ব্যবসায়ী শাহা পলাশ। অনুষ্ঠানে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা অবধি হল ভর্তি দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com