Sat, 18 Jan 2025, 12:59 am

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ স্টল উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, October 19, 2019
  • 243 Time View

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ১৬ অক্টোবর ৭১তম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ স্টলের উদ্বোধন করেন। পাঁচদিনব্যাপী ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বিভিন্ন দেশের সাহিত্য, সংস্কৃতি এবং বই প্রকাশনার সমস্যা নিয়ে অনুষ্ঠিত হবে চার হাজারেরও বেশি ইভেন্ট। চার মিলিয়ন বর্গফুট জায়গার ওপর অনুষ্ঠিত এ বইমেলায় অংশগ্রহণকারী দর্শনার্থীর সংখ্যা ২ লাখ ৮০ হাজারের বেশি ছাড়িয়ে যাবে বলে আশা করছে মেলা কর্তৃপক্ষ।

এইদিন কে এম খালিদ ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার প্রধান নির্বাহী কর্মকর্তা Juergen Boos এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বাংলাদেশে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড আগামী ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরার আশ্বাস দেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বঙ্গবন্ধু ও তাঁকে নিয়ে রচিত বইসমূহের অনুবাদের আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আইপিএ (International Publishers Association)-এর প্রেসিডেন্ট Hugo Setzer-এর সঙ্গে বৈঠকে মিলিত হন। তিনি আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২০ এর ব্যাপারে আইপিএ প্রেসিডেন্টকে অবহিত করেন এবং এ বইমেলা সফল করার লক্ষ্যে আইপিএ’র সহযোগিতা কামনা করেন। এসময় আইপিএ প্রেসিডেন্ট প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 WeeklyBangladeshNY.Net
Theme Dwonload From ThemesBazar.Com