বার্সেলোর ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজ একটা সময় মাঠ দাপিয়ে বেড়াতেন। নিন্দুকের ‘নজর’ লাগায় তারা এখন আর একসাথে নেই। নেইমার চলে গেছেন পিএসজি’তে। সেখানে গিয়েই হয়ত বুঝতে পেরেছেন, কী ভুল তিনি করেছেন! কিন্তু ততদিনে তো সব বদলে গেছে। চাইলেও এখন তার ফেরা সহজ হবে না। এক সাক্ষাৎকারে লিওনেল মেসি এ গোপন তথ্য জানিয়েছেন।
আর্জেন্টিনার একটি রেডিও স্টেশনকে মেসি বলেন, ‘নেইমারকে ফিরিয়ে আনার ব্যাপারটি এখন সহজ নয়। প্রথমত, তার পক্ষে পিএসজি ছাড়াটা কঠিন। দ্বিতীয়ত, সে যেভাবে বার্সা ছেড়েছে। এছাড়া বার্সার কিছু সদস্য এবং কিছু টিকেট হোল্ডারও চায় না নেইমার বার্সায় ফিরে আসুক। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন কিন্তু অন্য বিষয়গুলোও তো আমি বুঝি। বিষয়টি আসলেই খুব জটিল।’
একসাথে এখন আর খেলা না হলেও নিয়মিত নেইমারের সাথে মেসির যোগাযোগ হয়। তবে সেটা সামাজিক মাধ্যমে। মেসি জানান, আমরা একটা গ্রুপে আছে। লুইস সুয়ারেজও সেই গ্রুপে আছেন। আমরা প্রতিদিনই সেখানে কথা বলি।