বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল তৈরি করেছে এই স্বর্ণের জিলাপি। দাম প্রতি কেজি ২০ হাজার টাকা!
বুধবার (৫ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে জিলাপি বিক্রি শুরু করেন ওই জিলাপির মালিকরা। এর আগে মঙ্গলবার ‘স্বর্ণের জিলাপি’ বিক্রির কথা নিজেদের ফেসবুক পেজে জানান তারা।
আক্ষরিক অর্থেই স্বর্ণে মোড়ানো এই জিলাপি! ভারতীয় টাকায় সাড়ে ১৫ হাজারেরও কিছু বেশি। আর বাংলাদেশী টাকায় প্রতি কেজি দাম হয় ২০ হাজার!
বাংলাদেশের একটি সংবাদপত্র জানাচ্ছে, রমজান উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ বাজারে এনেছেন ২৪ ক্যারাট স্বর্ণের তবকে (লিফ) মোড়া শাহি ওই জিলাপি।
প্রকাশিত খবরে জানানো হয়েছে, প্রতি কেজি জিলাপিতে স্বর্ণের ২০ থেকে ২২টি তবক (লিফ) থাকবে। একজন গ্রাহককে অন্তত ২৫০ গ্রাম জিলাপি কিনতে হবে। অর্থাৎ দাম পড়বে পাঁচ হাজার টাকা। ইফতারের জন্য ইতোমধ্যেই বেশ কয়েক কিলোগ্রাম জিলাপি সরবরাহের অর্ডার পেয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা