রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে জাতিসংঘ। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই প্রস্তাব পাস হয়েছে। ৪৭ সদস্য দেশের কাউন্সিলে ২৮টি দেশ এর মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেয়। চীন ও ইরিত্রিয়া এর বিরুদ্ধে ভোট দেয়। আর প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৭ দেশ।
রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গত বছর একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পাস হওয়া প্রস্তাবের অধীনে গঠিত হয় এই তদন্ত কমিশন। সেই কমিশনের মেয়াদ আরও এক বছর বাড়াতে গত মঙ্গলবার আবারও ভোটাভুটি হয়। গত বছরও প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছিল ভারত।
গত মঙ্গলবারের আগেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতে বিভিন্ন সময় জাতিসংঘে তোলা নানা প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশ ও ভারত। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভোটাভুটিতে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘বিস্তৃত, ন্যায্য এবং স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা এবং ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার ও যুদ্ধ বন্ধ করার দাবি
জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এর পক্ষে ১৪১টি দেশ, আর বিপক্ষে ৭টি দেশ ভোট দেয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।
অন্যদিকে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শুরু থেকে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে আসছে চীন। মঙ্গলবারের ভোটাভুটিতেও তারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।