ইরানে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলার কথা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের তীব্র অবনতির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ইরানের পার্লামেন্ট নির্বাচন। এতে কয়েক হাজার প্রতিদ্বন্দ্বীকে লড়াইয়ের সুযোগ দেয়া হয়নি। ধারণা করা হচ্ছে, নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কে তেমন কোনো পরিবর্তন আসবে না।
রয়টার্স জানিয়েছে, ইরানজুড়ে ২৯০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশজুড়ে মোট বৈধ ভোটারের সংখ্যা ৫ কোটি ৮০ লাখ।।