যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বেকারের হার এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। আর এর ফলে বেকার ভাতার নতুন নতুন দাবি দেখা যাচ্ছে।
কিন্তু তার পরও ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বেকার ভাতার প্রাথমিক দাবি ১১ হাজার থেকে বেড়ে দুই লাখ ২৯ হাজারে পৌঁছেছে। অর্থনীতিদরা সংখ্যাটি দুই লাখ ৩২ হাজার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।
বর্তমানে বেকার ভাতার জন্য জমা পড়া আবেদন ২০২২ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ।
নিউজার্সি, পেনসিলভানিয়া, টেক্সাস, নিউইয়র্ক ও কানিকটিকাটে বেকার ভাতার আবেদন পড়েছে সবচেয়ে বেশি। আবার ওহাইওতে সংখ্যাটি হ্রাস পাওয়ার উদাহরণও দেখা গেছে।
সরকারের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে যে যতটুকু অনুমান করা হয়েছিল, বেকার ভাতার জন্য আবেদন পড়েছে তার চেয়ে বেশি।
এর অন্যতম কারণ হিসেবে প্রযুক্তি খাতের শিল্পগুলোতে উচ্চ মাত্রায় বন্ধ ঘোষণাকে দায়ী করা হচ্ছে। এছাড়া সুরে হারকেও দায়ী করা হচ্ছে।