প্রবাসের অত্যন্ত জনপ্রিয় ট্রাভেল এজেন্সি বাংলা ট্রাভেলের উদ্যোগে অনুষ্ঠিত হলো কমিউনিটির সম্মানে ইফতার পার্টি। বাংলা ট্রাভেলের গ্রাহক, সুধীজন ও শুভানুধ্যায়ীসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ইফতার মাহফিলে যোগ দেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে গত ৭ এপ্রিল শুক্রবার নিউইয়র্কের উডসাইডের অভিজাত গুলশান টেরেসে সর্বস্তরের উপস্থিতি ইফতার মাহফিলে সৌহার্দ্য ও সম্প্রীতি এনে দেয়।
ইফতার মাহফিলে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ^খ্যাত এয়ারলাইন্স এমিরেটস-এর রিজিওনাল ফাইন্যান্স ও অ্যাডমিন ম্যানেজার লয়েড মাহোয়ে এবং কমার্শিয়াল অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ এলনুমান। তারা বাংলা ট্রাভেলের ব্যাবসায়িক সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলা ট্রাভেল বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে পথ চলছে। এ কারণে বাংলাদেশি কমিউনিটিতে শীর্ষে অবস্থান করছে প্রতিষ্ঠানটি।
বাংলা ট্রাভেলের উত্তরোত্তর সাফল্য কামনা করে তারা বলেন, আজকের ইফতার পার্টিতে সর্বস্তরের উপস্থিতি প্রমাণ করে বাংলা ট্রাভেল কমিউনিটির সেবায় এক ধাপ এগিয়ে রয়েছ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় অংশ নেন মাওলানা ফায়েক উদ্দিন ও মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।
কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে টিবিএন২৪ টেলিভিশনের চিফ টেকনিক্যাল অফিসার ও অন্যতম পরিচালক হাবিব রহমানকে ‘কোভিড হিরো’ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সম্মাননা প্রদান করা হয় এমিরেটস-এর রিজিওনাল ফাইন্যান্স ও অ্যাডমিন ম্যানেজার লয়েড মাহোয়ে এবং কমার্শিয়াল অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ এলনুমানকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, টিবিএন২৪ টেলিভিশনের সিইও আহমদুল বার ভূঁইয়া পুলক, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী আকাশ রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর নূর বারভূঁইয়া, কাজী আজম, মোহাম্মদ আনোয়ার হোসেন, জসিম ভূঁইয়া, মাকসুদ এইচ, চৌধুরী, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এরশাদুর সিদ্দিক, বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রশীদ বাবু, সাবেক কোষাধ্যক্ষ ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম হারুণ, এম রহমান, আতিকুল ইসলাম জাকির, সাংবাদিক আকবর হায়দার কিরণ, আবিদ রহমান প্রমুখ।