রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে ৬ বছরে ১৫৭ খুন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৬৭ বার

কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত ১৫৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ এপ্রিল) সর্বশেষ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে রওশন আলী নামে এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন। বিকেল ৪টার দিকে উখিয়ার বালুখালী ১৩ নম্বর ক্যাম্পের ই-২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রওশন আলী ওই ক্যাম্পের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের সাব মাঝি তথা উপনেতা ছিলেন।

বিষয়টি জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: ফারুক আহমেদ।

তিনি জানান, রওশন আলী বিকেলে তার ক্যাম্পে নিত্যদিনের কাজে বাজারে অবস্থান করছিলেন। এ সময় ছয়-সাতজন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তার পেটে ছুরিকাঘাত করে। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। তার লাশ উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। অপরাধীদের ধরতে ক্যাম্পে কাজ করছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১৩০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর সাথে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ২৫টি হত্যাকাণ্ড হয়েছে। এ ছাড়া এপিবিএনের সাথে গোলাগুলিতে নিহত হয়েছেন আরসার দুই নেতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com