নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার কাওরান বাজার সুপার মার্কেটে ঈদের দিন শুক্রবার (২১ এপ্রিল) রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৩০ হাজার ডলারের মতো লুট হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।
জ্যাাইকার ১৪৮-১৯ হিলসাইড এভিনিউ ঠিকানায় প্রতিষ্ঠিত কাওরান বাজার সুপার মার্কেটের অন্যতম স্বত্তাধিকারী ইলিয়াস খান জানান, দূর্বৃত্তরা মার্কেটটির পিছন দিক থেকে কৌশলে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশ রেজিষ্টার আর সেফবক্স ভেঙ্গে ২৫/৩০ হাজার ডলার লুট করে নিয়ে যায়। তিনি জানান, ঈদের দিন শুক্রবার রাত ১১টার দিকে স্টোরটি বন্ধ করা হয় এবং শনিবারসকাল ৯টার দিকে স্টোর খোলার পর লুটের ঘটনা দেখা যায়। শুক্রবার মধ্য রাত থেকে শনিবার ভোর সময়ের মধ্যে লুটের ঘটনা ঘটে। এব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে এবং পুলিশ স্টোরটি পরিদর্শন করেছে।