প্রায় এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। অভিনয় করলেন চয়নিকা চৌধুরীর ‘শেষ বিকেলের আলো’ নাটকে। খালেদা আহমেদ বেগমের গল্প ভাবনায় এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন ফারিয়া হোসেন। এরই মধ্যে শেষ হয়েছে এর শুটিং।
তমালিকা বলেন, ‘এটি নারী দিবসের একটি নাটক। গল্পটি অনেক সুন্দর। এই নাটকের মধ্য দিয়ে এক বছর পর আবারও অভিনয় করলাম।
গত বছর নারী দিবসেও চয়নিকা চৌধুরীর “ওপারে দিগন্ত” শিরোনামের একটি নাটকে কাজ করেছিলাম। এবার আবারও তার পরিচালনায় অভিনয় করলাম। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘সবাই খুবই প্রফেশনাল আর্টিস্ট। তারা তাদের সেরাটাই দিয়েছেন।’
‘শেষ বিকেলের আলো’ নাটকে তমালিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, মিলি বাসার, আজম খান, শিশুশিল্পী পুস্পিতাসহ অনেকে।
নির্মাতা জানান, নারী দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ ‘শেষ বিকেলের আলো’ প্রচার হবে আরটিভিতে।