ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবীন শিক্ষার্থীদের বরণ করতে কলম উপহার দেয় ছাত্রদল। এ তাদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে এ হামলা হয়। হামলায় ছাত্রদলের অন্তত ছয়জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, হামলায় ছাত্রদলের ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এ এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ জারিফ, জহুরুল হক ছাত্রদলের কর্মী আতিক ইশরাক, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান অনিক ও মুজিব হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান অনিক শাহবাগ থানায় আটক আছেন বলেও জানান বিএনপির মিডিয়া সেলের এ সদস্য।