সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

নিউইয়র্ক স্টেটের পাওয়ার ১০০’র তালিকায় ম্যাফ মিসবাহ ও শাহানা হানিফ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৫৮ বার

নিউইয়র্ক সিটি এন্ড স্টেটের পাওয়ার লিস্টের এবারের বিষয় ‘পাওয়ার অব ডাইভারসিটিঃ এশিয়ান ওয়ান হানড্রেড’। এই শক্তিশালী ১০০ জন এশীয়র মধ্যে দুইজন বাংলাদেশী-আমেরিকান অন্তর্ভুক্ত হয়েছেন। একজন শ্রমিক নেতা ডিসি-৩৭এর ট্রেজারার ম্যাফ মিসবাহউদ্দিন আর অপরজন ব্রæকলীনের কেনসিংটন ও সানসেট পার্ক থেকে নির্বাচিত সিটি কাউন্সিলউয়োম্যান শাহানা হানিফ। এই একশ জনের তালিকায় এক নম্বরে আছেন জ্যাকসন হাইটস, ফ্লাশিং, ফ্রেশ মেডোস ইত্যাদি এলাকা থেকে নির্বাচিত কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং, তিন নম্বরে স্টেট সিনেটর জন সি. ল্যু, চার নম্বরে নিউইয়র্ক সিটির হেলথ কমিশনার অশ্বিন ভাসান, পাঁচ নম্বরে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর ভৈরবী দেশাই, আর ৭ নম্বরে এস্টোরিয়া থেকে নির্বাচিত এসেম্বলিম্যান জোহরান মামদানি। যৌথভাবে নিউইয়র্ক সিটির ৬ কাউন্সিলসদস্য আছের তালিকায়। তারা হলেন শাহানা হানিফ, শেকার কৃষ্ণান, লিন্ডা লি, চি ওসি, স্যান্ড্রা উং ও জুলি ওয়ান। অপর বাংলাদেশী এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন লেবার লিডার ম্যাফ মিসবাহউদ্দিন। তালিকায় তার পরিচিতি উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে তিনি এ্যালায়ান্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার বা এ্যাসালের প্রতিষ্ঠাতা সভাপতি।

উল্লেখ্য এর আগে কয়েকবার ম্যাফ মিসবাহউদ্দিন পাওয়ার ওয়ান হানড্রেড তালিকায় অন্তর্ভুক্ত হন। এছাড়াও সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়ায় প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত এবং মুসলিম নারী কাউন্সিলউয়োম্যান হিসাবে শাহানা হানিফের নাম এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com