বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরের সালনা এলাকায় বাসায় ঢুকে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামি গৃহশিক্ষক মো. সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার রাতে র্যাব হেডকোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাইদুলকে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত সোমবার রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে রাবেয়া আক্তার (২১) নামে ওই কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করেন এই গৃহশিক্ষক। এ সময় বাধা দিলে ওই ছাত্রীর মা ও তিন বোনকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। রাবেয়ার মা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।