ঢাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার সকালে, যা বাতাসের গুণমান উন্নত করতে ও তাপ থেকে মুক্তি দিতে সহায়তা করেছে। তবে সকালের বৃষ্টিতে ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ব্যস্ত সময়ে নগরবাসী রাস্তায় আটকা পড়ে।
আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত রাত থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে এবং আজ (বৃহস্পতিবার) বিকেল ও রাতের দিকে ঢাকায় আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালে গণপরিবহনের অভাবে বৃষ্টিতে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় মানুষের, বিশেষ করে অফিস ও স্কুলগামীদের। এ সময় সিএনজিচালিত অটোরিকশাচালক ও রিকশাচালকদের স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া চাইতে দেখা গেছে।
লোকজনকে তাদের বাচ্চাদের ছাতা ও রেইনকোট নিয়ে স্কুলের দিকে যেতে এবং ট্র্যাফিক পুলিশকে বৃষ্টির সময় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে দেখা গেছে।
সূত্র : ইউএনবি