যুক্তরাষ্ট্র বলেছে যে তারা জ্বালানি, জলবায়ু ইস্যু ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক ‘গভীর’ করতে আগ্রহী।
সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আগেও বলেছি, আমরা বিশ্বের সকল মানুষের ধর্ম ও বিশ্বাসের প্রতি মত প্রকাশের স্বাধীনতার জন্যও চাপ অব্যাহত রাখব।’
সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অন্য কোনো দেশের নির্বাচনের ফলাফল নিয়ে সুনিদিষ্টভাবে কিছু বলব না।’
বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি শুধু যা বলব তা হলো, আপনারা আমাকে আপনাদের সহকর্মীদেরকে বলতে শুনেছেন যে আমরা বিশ্বজুড়ে গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম সবাই আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে।
তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সমর্থনে যুক্তরাষ্ট্র একটি নতুন নীতি ঘোষণা করেছে, যার অধীনে বাংলাদেশের বর্তমান বা সাবেক কর্মকর্তা, সরকারপন্থী বা বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং বাংলাদেশে ‘গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার’ জন্য দায়ী বা জড়িত বলে মনে করা হয়- এমন ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেয়া হয়েছে।
সূত্র : ইউএনবি