গভর্নর ক্যাথি হোকুল এবং ডেমোক্র্যাট রাজ্য আইনপ্রণেতাদের মধ্যে বিরোধের ফলে সম্ভাবনাময় হাউজিং চুক্তিটি প- হয়ে গেছে। আর এর ফলে ভাড়াটে সুরক্ষা বাড়বে, চলমান প্রকল্পগুলোর বিতর্কিত কর প্রণোদনা সম্প্রসারিত হবে।
অ্যাসেম্বিলি স্পিকার কার্ল হিসটাই ও স্টেট মেজোরিটি লিডার আন্দ্রে স্টিওয়ার্ট-কাসিন্স এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পরিষ্কার হয়ে গেছে যে এই পরিকল্পনা নিয়ে গভর্নরের সাথে কোনো সমঝোতায় পৌঁছা যায়নি।’
তবে গভর্নরের মুখপাত্র জুলি উড এর জবাব দিতে বেশি দেরি করেননি। তিনি বলেন, ‘গভর্নর হোকুল তার নির্বাহী বাজেটে দেশের সেরা গৃহায়নবিষয়ক যে আইনটি সামনে এনেছিলেন, তা আইন পরিষদ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তারপর অ্যাসেম্বলি ও সিনেট তাদের ব্যর্থতার জন্য গভর্নরকে দায়ী করছে।’
স্টেট সিনেট ও অ্যাসেম্বলি দ্রুত গতিতে বিভিন্ন ধরনের আইন পাস করতে থাকায় গভর্নর ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারে মধ্যে সঙ্ঘাতের সৃষ্টি হয়। এখন হোকুল এসব আইনের কতগুলোতে অনুমতি দেন, তাই দেখার বিষয়। তিনি এখনো স্পষ্ট করেননি যে তিনি এসব বিলে সই করবেন কিনা।
অন্যদিকে স্টেট সিনেট মেজোরিটি লিডার আন্দ্রে স্টুয়ার্ট-কাজিন্স এবং অ্যাসেম্বলি স্পিকার কার্ল হিসটাই বলেছেন, হোকুলের জন্যই হাউজিং প্যাকেজটি প- হয়ে গেছে।