কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাঝিকে (নেতা) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টার দিকে উখিয়ায় ২ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন ওরফে ভুট্টু ওই ক্যাম্পের মাঝি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) ১০-২০ জন দুর্বৃত্তের একটি দল ঘরে ঢুকে ভুট্টুকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : ইউএনবি