জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত বাকি আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের মেয়ে রাব্বিলা তুল জান্নাত (১৯)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একাধিক পোস্ট দিয়ে বাবা হত্যার বিচার চাইছেন তিনি।
নাদিম হত্যার ৮ দিন পরে এক পোস্টে জান্নাত লিখেছেন, ‘আমার আব্বু গোলাম রাব্বানী নাদিমকে মেরে ফেলা হয়েছে আজকে নিয়ে ৮ দিন হয়ে গেল। র্যাব কর্তৃক এজাহারভুক্ত ১ নম্বর আসামিসহ চারজন সর্বশেষ গ্রেপ্তার হয় ছয়দিন আগে। হাস্যকর বিষয় হলো– এখন পর্যন্ত ২ নম্বর আসামি ছাত্রলীগ থেকে বহিষ্কৃত চেয়ারম্যানের ছেলে ফাহিম ফয়সাল রিফাত, ৩ নম্বর আসামি রাকিব বিল্লাহ, ৯ নম্বর আসামি শামিম খন্দকার, ইসমাইল হোসেন স্বপন মণ্ডলসহ এজাহারভুক্ত ১৭ জন আসামি কেন এখনো গ্রেপ্তার হলো না।’
তিনি আরও লেখেন, ‘প্রশাসন কি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকলে জেগে উঠুন। এক কলম হারিয়েছে, কিন্তু হাজার কলম আমাদের পাশে আছে।’
অন্য এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার আব্বু খারাপ ছিলেন, কারণ আমার আব্বু সত্যের পক্ষে ছিলেন। আমার আব্বু স্বাধীনতার স্বপক্ষে ছিলেন। তিনি জীবন দিয়েছেন তবুও মিথ্যা, অন্যায়ের সাথে আপস করেননি। সত্য ও ন্যায়ের দৃষ্টান্ত উদাহরণ আমার আব্বু। উপজেলা আওয়ামী লীগের দৃষ্টি আর্কষণ করছি, খোকারে দলে রাখা মানে সন্ত্রাসীরে প্রশ্রয় দেওয়া। খোকা বাবুর সহযোগী। তাকে দ্রুত বহিষ্কার করুন।’
গত ১৪ জুন (বুধবার) রাতে জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হন অনলাইন পোর্টাল বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।
পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এর আগে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে বকশীগঞ্জ থানার–পুলিশ নয়জনকে আটক করে। এরপর আর কোনো আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হয়নি।