শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

কুমিল্লায় বিএনপির গাড়িবহরে আ’লীগের হামলায় ৫৪ জন আহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪১ বার
ছবি : নয়াদিগন্ত

নোয়াখালীতে বিএনপির পূর্বঘোষিত পদযাত্রায় অংশ নিতে আজ শুক্রবার দুপুরের দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে যাচ্ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। পথিমধ্যে কুমিল্লার লাকসামে জনসন বাজারে জুমার নামাজের কয়েক মিনিট আগে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন বলেন, তারা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে প্রায় ৬৫টি গাড়ি নিয়ে নোয়াখালীতে বিএনপি আয়োজিত পদযাত্রায় যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লার লাকসামে জনসন বাজার এলাকায় লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভুইয়ার নেতৃত্বে গাড়িবহরে ভাঙচুর ও নেতাকর্মীদেরকে লাঠি-সোটা এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে ৫৪ নেতাকর্মী আহত এবং ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়।

তিনি বলেন, মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুতর আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- মোল্লা মজিবুল হক, মো: নায়েব আলী, অ্যাডভোকেট নাছির আহমেদ, মো: ফারুক আহমেদ বাদশা, বশিরুল ইসলাম মোল্লা, নাছির উদ্দিন, হেদায়েত হোসেন, কবির হোসেন, তোফাজ্জল হোসেন, সালাউদ্দিন আহমেদ প্রমুখ। এরা সবাই মুমূর্ষু অবস্থায় কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া আরো প্রায় ৪৪ জনের বেশি বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে হামলার ঘটনা অস্বীকার করে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভুইয়া বলেন, বিএনপির পদযাত্রা এবং তাদের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে আমি কিছুই জানি না।

জাতীয়তাবাদী কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল ও জাসাসের উদ্যোগে নোয়াখালীতে আজ শুক্রবার বিকেলে পদযাত্রা কর্মসূচি ছিল।

এছাড়াও অন্য আহত নেতাকর্মীরা হলেন- স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম মাসুম, মাসুদ, আল আমিন, বিএনপির মকবুল হোসেন, আরিফুল ইসলাম, শ্রমিক দলের জাকারিয়া কামাল, মোস্তফা, যুবদলের জাকির, আলামিন, মনির হোসেন, আমিন মিয়া, দেলোয়ার, বাদশা, হুমায়ুন কবির, সবুর খান, সোহাগ, ডা. আলী, মেহেদী হাসান, জহিরুল ইসলাম, আব্দুল করিম, মোতালেব, আক্তারুজ্জামান, ইকবাল হোসেন, রেহান উদ্দিন, আবুল হাশেম, তরিকুল ইসলাম, আলাউদ্দিন, মানিক মিয়া, আব্দুস ছাত্তার বাবু, দুলাল মিয়া, জাকির হোসেন, শাহ পরান, মো: ইসমাইল, জাহাঙ্গীর, মোস্তফা, মাহাবুব, উজ্জল, সোবহান, শরিফুল ইসলাম, ইব্রাহিম, বাহাদুর, এনামুল, জালাল ও আবু বক্কর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com