শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৯ বার
ছবি: সংগৃহীত

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আলী আজগরকে তার বগুড়া শহরের সূত্রাপুরের বাসা থেকে এবং রাত সাড়ে ৩টার দিকে মাজেদুর রহমানকে পুরান বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এক ফেইসবুক পোস্টে আলী আজগর হেনার ছোটভাই আলী ইখতিয়ার তাজু জানান, তার ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ। রাতে সাদা পোশাকের ডিবি পুলিশ বাসা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে।

বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বগুড়ায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় আলী আজগর তালুকদার ও মাজেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা গতকাল পুলিশের ওপর হামলা চালিয়ে একজন পরিদর্শকসহ ১১ জন পুলিশকে আহত করেছেন। সদর পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল রাতে আলাদা মামলা করেছে।’

গত মঙ্গলবার বিএনপির পদযাত্রা শেষে শহরের ইয়াকুবিয়া স্কুলের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে। পুলিশ লাটিপেটাসহ শট গানের গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা আহত হন।

এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে বলে জানান বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com