রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬৪ বার

জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ-বিএনপির মুখোমুখি অবস্থান ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে প্রায় ১০ গাড়ি পুলিশ আসে। পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পরে। ৭৩ ও ৭৪ স্ট্রীট এবং ৩৭ এভিনিউ বন্ধ হয়ে যায়।আওয়ামী লীগ ও বিএনপির এই মারমুখী ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি ক্ষোভে ফুঁসে উঠেছে। অনেকেই এই দুইদলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য করছেন।
ঘটনার সুত্রপাত হিসেবে জানা যায়, যুক্তরাষ্ট্র শহীদ তৌহীদ স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা ও বৃহত্তর নোয়খালীর জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক রাহিমুল ইসলাম প্রিন্স-এর বাড়ীতে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জ্যাকসন হাইটসে বিএনপির সমাবেশ হয়। প্রায় ২ ঘন্টা পর সমাবেশের কয়েকজন নবান্নতে চা খেতে আসলে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন তাদের উদ্দেশ্যে উস্কানীমূলক কথা বলতে থাকে বলে অভিযোগ করা হয়।

অপর দিকে আওয়ামী লীগ সমর্থিতদের বক্তব্য হচ্ছে, বিএনপির কয়েকজন কর্মী আমাদেরকে দেখে নানা রকম কটু মন্তব্য ছুঁড়ে দেয়। এর সাথে তারা নারায়নগঞ্জের শামীম ওসমানকে নিয়েও অশালীন কথা বলে। আমরা এর প্রতিবাদ করি।
একটি ভিডিওতে দেখা যায়,হৈ-হট্টগোলের স্থানে আব্দুল হাসিব মামুন,শাখাওয়াত বিশ্বাস, জেড এ জয়,নুরুজ্জামান সরদার,কাজী আজিজুল হক খোকন,মমতাজ শাহনাজ,হোসেন রানাসহ শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অপর পক্ষে ভিডিওতে বিএনপির জাকির এইচ চৌধুরী,ভিপি আলমগীর, মিজানুর রহমান,সবুজ, রাজু,হাবিবুর রহমান সেলিমসহ বিএনপির প্রায় শতাধিক নেতা কর্মীকে দেখা যায়।

জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,বিএনপির দালালেরা হুশিয়ার সাবধান, খালেদা জিয়ার আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,চোর চোর বড় চোর তারেক জিয়া বড় চোর।
ভোট চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর,জিয়ার সৈনিক এক হও জোট বাধো,বিএনপির এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন, আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান।
এক সময় দুই দলের পক্ষ হাততালি দিতে দিতে থেকেই ‘ভূয়া’ ‘ভূয়া’ শব্দ উচ্চারণ করতে থাকে। এক সময় পুলিশ দুই দলের সমর্থকদের দুইদিকে বিভক্ত করে দেয় ।
এদিকে আওয়ামী লীগের দুই নেতা কর্মীকে অপদস্থ করায় প্রতিবাদে ডাইভারসিটি প্লাজায় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ।

বিএনপির নেতা-কর্মীরাও এই ঘটনার প্রতিবাদ করে একটি সমাবেশ করে এবং দোষীদের শাস্তির দাবী জানায়।
ফটো সাংবাদিক নীহার সিদ্দিকী তার ফেজবুকে দেয়া ভিডিওতে বলেন,নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপি এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ এবং কুরুক্ষেত্র। ১ শতের মতো পুলিশ এসে এই রণক্ষেত্র নিয়ন্ত্রণে আনে।
আওয়ামী লীগের নেতা হোসেন রানা বলেন, বিএনপির কিছু সন্ত্রাসী নবান্নের সামনে শামীম ওসমান ও শেখ হাসিনাকে নিয়ে নানা রকম মন্তব্য করে। আমাদের প্রিয় নেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চোর বলেন। এর প্রতিবাদে আমরা সবাই প্রতিহত করলে তারা পালিয়ে যায়। (সন্ধান২৪.কম )

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com