‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়! শ্বশুর মশাই একশো একাই নিজেই পথ দেখায়/ তোমার স্বামী হবো, আঁচল জুড়ে রবো, এটাই বুঝি ছিল আমার ভাগ্য লেখায়/ সাজাও রে কন্যা সাজাও সাজাও/ বাজাও রে বাজনা বাজাও বাজাও…’ কথাগুলো বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ ছবির একটি গান।
‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়’ শিরোনামের এই গানটি গতকাল মঙ্গলবার প্রকাশ হয়েছে। সুদীপ কুমার দীপের কথায় গানটির সংগীত করেছেন ইমন সাহা। আর কণ্ঠ দিয়েছে ইমরান-লিজা। বাপ্পি-অপুর সাড়ে তিন মিনিটের এই গানের ভিডিওতে থাকছে বিয়ে আমেজ। গানটিতে পারফর্ম করেছেন বাপ্পি-অপু দু’জনেই। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর রূপালি পর্দায় ফিরছেন অপু।
বেঙ্গল মিডিয়া প্রযোজিত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি নির্মাণ করেছেন দেবাশীষ বিশ্বাস। এই ছবিতে কাজ করতে গিয়েই বাপ্পী-অপুকে নিয়ে নানা গুঞ্জন ছড়ায় চলচ্চিত্র পাড়ায়। তখনই চাউর হয়, তারা প্রেম করছেন!
নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, সব ঠিক থাকছে চলতি মাসের ২০ তারিখ ছবিটি মুক্তি দেওয়া হবে।
এদিকে, বাপ্পি-অপুর পাশাপাশি ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।