আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আরসা’ সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মো. সলিম উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের মো. নজির হোছনের ছেলে।
চিকিৎসকরা জানান, সলিমের পায়ে গুলি লেগে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ ধারণা করছে। তারপরও ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।