রোমাঞ্চ কিংবা চাপ কোনোটাই যেন স্পর্শ করল না তাওহীদ হৃদয়কে। যেই ছন্দ পুষে রেখেছেন এতদিন জাতীয় দলের হয়ে, প্রথমবারের মতো বিদেশী লিগে খেলতে নেমেও ধরে রাখলেন তা। নির্ভীক ভঙ্গিতে হৃদয় তুলে নিয়েছেন অর্ধশতক। খেলেন ৩৯ বলে ৫৪ রানের ইনিংস।
শোয়েব মালিকের বদলি হিসেবে টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংস থেকে ডাক পান হৃদয়। প্রথমবার বিদেশী লিগ খেলতে গিয়ে উদ্বোধনী ম্যাচেই জায়গা করে নেন একাদশেও। আর তাতেই বাজিমাত এই তরুণের। দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন এই ব্যাটার। কলম্বোকে ২১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে জাফনা কিংস।
আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় জাফনা। জবাবে নিরোশান ডিকভেলার ঝড়ো ফিফটির পর ১৫২ রানে থামে কলম্বোর দৌঁড়। কলম্বোর স্কোয়াডে ছিলেন বাংলাদেশী বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে প্রথম ম্যাচের একাদশে সুযোগ হয়নি তার।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাটিংয়ে নামে জাফনা। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৩ রান তুললেও দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও নিশান মাদুশকাকে হারায় তারা। চার নম্বরে ব্যাট করতে নামেন হৃদয়। তিনি উইকেট আসার খানিক পরই আউট হন চারিত আসালাঙ্কাও।
৬৩ রানে ৩ উইকেট হারানো দলটার হাল ধরেন হৃদয়, ইনিংস গোছাতে দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। প্রিয়ামল পেরেরার সাথে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪১ রান। এরপর পঞ্চম উইকেটে দিমুথ ভেলালেগেকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি। ১৯তম ওভারে ফেরেন হৃদয়। ভেলালাগে ২৩ বলে ২৫ ও থিসারা পেরেরা ৭ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন।
লক্ষ্য তাড়ায় নেমে কলম্বো অধিনায়ক ডিকভেলা শুরু থেকেই চড়াও হন জাফনা বোলারদের ওপর। তবে অন্য পাশে যোগ্য সঙ্গ পাননি একদমই। ব্যর্থ হয়েছেন বাবর আজম (৮ বলে ৭), পাথুম নিশাঙ্কা (২ বলে ১), নুয়ানিদু ফার্নান্দো (১৪ বলে ১৭), মোহাম্মদ নওয়াজরা (৬ বলে ৩)। ফলে রানের গতি ধরে রাখলেও দ্রুত উইকেট হারিয়ে পথ হারায় কলম্বো।
৩৪ বলে ৯ চার ১ ছক্কায় ৫৮ রান করে ফেরেন ডিকভেলা। তিনি ফিরতেই যেন শেষ হয়ে আসে কলম্বোর জয়ের সম্ভাবনা। শেষ দিকে এসে চামিকা করুনারত্মে ১৫ বলে ২৩ আর রমেশ মেন্ডিস ১০ বলে ১৭ রান করলেও লাভ হয়নি। ১৯.৪ ওভারেই অলআউট হয় দলটি।
জাফনার পেসার ভিলজোয়েন নেন ৩ উইকেট। তবে মাত্র ১৭ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন লেগ স্পিনার ভিজয়াকান্থ ভিয়াসকান্থ।
সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ৩টায় মুখোমুখি হবে গল টাইটান্স ও ডাম্বুলা। গলের স্কোয়াডে আছেন দুই বাংলাদেশী, সাকিব আল হাসান ও মোহাম্মদ মিথুন।