ভারতীয় সেনাবাহিনীকে অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কারখানায় শুরু হয়েছে উৎপাদন। নির্মাতা সংস্থা বোয়িংয়ের পক্ষ থেকে বুধবার এ কথা জানানো হয়েছে। ২০২০ সালে ভারতীয় সেনাবাহিনী ছয়টি অ্যাপাচে এএইচ-৬৪ই কপ্টারের ক্রয়াদেশ দিয়েছিল। সেগুলো সরবরাহের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বোয়িং। ২০২৪ থেকে ভারতীয় সেনাবাহিনীকে কপ্টার সরবরাহ শুরুর কথাও জানিয়েছে বোরিং।
সমরাস্ত্র-সম্ভারকে শক্তিশালী করতে ২০১৯ সালে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছিল আমেরিকার তৈরি অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টার। এবার ‘আর্মি অ্যাভিয়েশন কোর’ও ওই কপ্টার পেতে চলেছে। ভারতীয় সেনাবাহিনীর হাতে বর্তমানে রাশিয়ায় তৈরি সিরিজের কপ্টার রয়েছে। সেগুলোর পরিবর্তে এবার থেকে অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টার কাজ করবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর। বোয়িংকে ২০১৫ সালে অ্যাপাচে সরবরাহের ক্রয়াদেশ দিয়েছিল ভারতীয় বিমানবাহিনী।
ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৪ কিলোমিটার। লেজার-চালিত হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ৭০ মিলিমিটার রকেট, ৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় কামান রয়েছে এই কপ্টারে। প্রয়োজনে মিনিটে ২৮০০ ফুট উচ্চতায় উঠে যেতে পারে আমেরিকায় তৈরি এই যুদ্ধ কপ্টার। ভারতের পাশাপাশি আমেরিকা ও ইসরাইলের বিমানবাহিনী ওই হেলিকপ্টার ব্যবহার করে। এই কপ্টারের ডিজিটাল ককপিট রয়েছে। শত্রুপক্ষকে নিশানা করে অ্যাপাচে মিনিটে ১২৮টি নিশানায় গুলি ছুড়তে পারে। এতে হাইড্রো রকেট ছোড়ার ব্যবস্থাও রয়েছে। এয়ার-টু-এয়ার স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র ছুড়তেও সক্ষম অ্যাপাচে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা