সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বিনামূল্যে করোনা পরীক্ষা ও পূর্ণ বেতনে ছুটির বিল পাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ২৩৬ বার

যুক্তরাষ্ট্রে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিকে পূর্ণ বেতনে ছুটি মঞ্জুর, বেকারত্ব বিমা জোরদার এবং খাদ্য সহায়তা সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।  ডেমোক্রেট নিয়ন্ত্রিত মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে এই বিল পাস হয়েছে। আজ শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ৩৬৩-৪০ ভোটে পাস হয় বিলটি।

আগামি সপ্তাহে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে বিলটি তোলা হবে বলে সংবাদ প্রকাশ করেছে ‘ইউএস নিউজ।

এই বিলটিতে বলা হয়েছে, যেসব নাগরিকদের স্বাস্থ্য বিমা করা নেই তাদেরকে বিনামূল্যে পরীক্ষা সেবা দেওয়ার জন্য ১ বিলিয়ন ডলার খরচ করা হবে। বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে যারা করোনাভাইরাস আক্রান্ত তাদেরকে তিন মাস পর্যন্ত পূর্ণ বেতনে ছুটি দেওয়া হবে।

তবে পরিবারের কোনো সদস্যকে সেবা দিতে যদি কেউ ছুটি নেয় তবে তাদেরকে বেতনের দুই তৃতীয়াংশ প্রদান করা হবে। এছাড়াও সাময়িকভাবে যারা বেকার রয়েছেন তাদের জন্য ১ বিলিয়ন ডলার খরচ করা হবে।

অন্যদিকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে খাদ্য সহায়তা দেওয়ার জন্য।  ব্যবসায়ীদের জন্য কর মওকুফসহ বিশেষ প্রণোদনার কথাও বলা হয়েছে বিলটিতে।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, বিশ্বের প্রায় ১২৭টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৫ হাজার ৪৪৩ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩২২ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৮ হাজার ৩২৩ জন আর এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৭২ হাজার ৫৫৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com